মাদকাসক্তি চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তা
সব ধরনের রোগের জন্য সঠিক চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তা অপরিসীম। পূর্বে মন গড়া চিকিৎসা পদ্ধতির জন্য মানুষের জীবন কঠিন ও সুস্থতার বিপরীতমুখী হতো। কিন্তু যুগের পালাবদলের সাথে সাথে বিজ্ঞানের আশীর্বাদে চিকিৎসা পদ্ধতিতে এসেছে আমূল পরিবর্তন।
আমেরিকার চিকিৎসকদের গবেষণায় পাওয়া গেছে, "মাদক নির্ভরশীল ব্যক্তিদের আবাসিক চিকিৎসায় সফলতার হার সবচেয়ে বেশি"। সঠিক রোগের জন্য সঠিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যার ফলাফলও এসেছে আশানুরূপ। আর মাদকাসক্তি একটি রোগ তাই এর জন্যও রয়েছে সঠিক চিকিৎসা পদ্ধতি।
এই বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে ক্লায়েন্ট কাউন্সিলিং, ফ্যামিলি কাউন্সিলিং, সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট, লিডারশীপ বিল্ডাপ, এছাড়াও নানা বিধি কার্যক্রম। রয়েছে সাইক্রাইট্রিস্ট অবজারভেসন। যা তাদের মানসিক অবস্থার পরিবর্তন এনে দেয় এবং সুস্থভাবে জীবন যাপনের আগ্রহ সঞ্চার করে।
সঠিক চিকিৎসা পদ্ধতি ও দিক নির্দেশনাই পারে একজন ব্যক্তিকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে।
No comments